muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

কিশোরীকে ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় তাসলিমা আক্তার (১৭) নামে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের দায়ে মো. রেজাউল করিম (৩৭) ও মো. সাবু মিয়া (৩৫) নামে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ভিকটিমের পরিবারকে প্রত্যেককে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এই রায় দেন।

সাজাপ্রাপ্ত মো. রেজাউল করিম (৩৭) মাটিরাঙ্গার কাঠাল বাগান এলাকার হানিফ হাওলাদারের ছেলে এবং মো. সাবু মিয়া (৩৫) একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ এপ্রিল মাটিরাঙ্গার মুসলিমপাড়া এলাকায় মো. সাবু মিয়ার বাগান বাড়িতে ভয়ভীতি দেখিয়ে তাসলিমা আক্তারকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্ঠা করে তাসলিমা। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর একই বছরের ১৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।

এ ঘটনায় একই বছরের ১৭ নভেম্বর মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেন ভিকটিম তাসলিমা আক্তারের বাবা মো. ইয়াছিন।

মামলা চলাকালীন মোট ৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত রায় প্রদান করেন। আসামিদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ভিকটিমের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আইনজীবী অ্যাডভোকেট আলীনুর বলেন, আমরা যা আশা করেছি তা-ই হয়েছে। এমন রায় হলে সমাজের মানুষ অপকর্মে লিপ্ত হতে ভয় পাবে। সমাজের মানুষের কাছে স্বরণীয় হয়ে থাকবে এ বিচার।

Tags: