muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফুল দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলা পরিষদ চত্বরে ফুল দেওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেন। পূর্ব বিরোধের জের ধরে সোহরাব উদ্দিনকে ফুল দেওয়ার সময় প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকরা।

নূর মোহাম্মদের অনুসারী উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী রামদা, বল্লম ও লাঠিসোটা নিয়ে উপজেলা পরিষদের সামনের রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন বলেন, একটি মহল মহান স্বাধীনতা দিবসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ তাদের এ প্রচেষ্টা বানচাল করে দিয়েছে। উপজেলা সদরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tags: