muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ব্রিজে বসে সবুজ হাওর দেখলেন রাষ্ট্রপতি

ব্রিজে বসে সবুজের আভায় উদ্ভাসিত হাওর উপভোগ করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২৮ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনকালে হাওর দেখেন তিনি।

এছাড়াও রাষ্ট্রপতি দৃষ্টিনন্দন হাসানপুর ব্রিজ এবং চং নোয়াগাঁওয়ে বালিখোলা ফেরিঘাটসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন।

পরে তিনি ইটনায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ ছাড়া উজানধনু নদীর উপর বলদা ফেরিঘাট পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এ সময় নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করা হয়।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হক, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

এরপর সন্ধ্যায় ইটনায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে রাষ্ট্রপতি বলেন, উজানের ঢলের সঙ্গে বালু আসায় হাওর এলাকার খাল, বিল, নদ-নদী ক্রমান্বয়ে ভরাট হচ্ছে। এতে হাওর এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হাওর বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সম্পদ উল্লেখ করে তিনি বলেন, হাওর এলাকায় যেকোনও উন্নয়ন প্রকল্প নেওয়া সময় পরিবেশের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

Tags: