muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মেহেরপুরে হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়

এবার মেহেরপুরে হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়। এজন্য ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। এটি হবে দেশের ৫৩তম পাবলিক বিশ্ববিদ্যালয়।

সচিব বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের মতো এটা। আইনে ৩৬টি ধারা আছে। রাষ্ট্রপতি আচার্য হবেন। তিনি চার বছরের জন্য স্বনামধন্য একজন শিক্ষকে ভিসি নিয়োগ দেবেন। তবে পর পর দুইবারের বেশি কেউ ভিসি থাকতে পারবে না। একইভাবে রাষ্ট্রপতি দুজন উপ-উপাচার্য দেবেন, তারাও দুইবারের বেশি থাকতে পারবে না। কোষাধ্যক্ষের মেয়াদ হবে চার বছর, একজন দুবারের বেশি থাকতে পারবেন না। রেজিস্ট্রার থাকবেন, সিন্ডিকেট থাকবে। একাডেমিক কাউন্সিল থাকবে তারা সব দেখবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, একটা বিশেষ বিষয় এই আইনে আনা হয়েছে, দুটি জিনিস আছে। একটা হলো- বিজনেস ইনকিউবেটর। বিশ্ববিদ্যালয় প্রয়োজনবোধে আচার্যের অনুমোদন নিয়ে স্নাতকদের উদ্যোক্তা রূপে বিকাশ করার জন্য তাদের বাস্তবানুগ প্রস্তাবের আলোকে কারিগরি ও অন্যান্য সহায়তা দিতে অঙ্গীভূত প্রতিষ্ঠান হিসেবে বিজনেস ইনকিউবেটর প্রতিষ্ঠা করতে হবে।

‘ছেলে-মেয়ে যারা আসবে তাদের যাতে প্রফেশনালি প্রতিষ্ঠিত করে দেয়া যায়, সেজন্য একটা এফোর্ট দেওয়া। এটা সবার পছন্দ হয়েছে। যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এটা করা যায়। এটা মনে হয় এরই মধ্যে বুয়েট, চুয়েট ও ডুয়েটে এটুআইয়ের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, আরেকটা হলো- প্রফেশনাল কোর্স চালু করা। বিদেশের সব বিশ্ববিদ্যালয়েই আছে। আমাদের এখানে ছিল না। মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, বাইরের লোকরাও আসতে পারবে।

Tags: