muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুলিয়ারচরে সার্ভার রুম পরিদর্শনে আইসিটি প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইউনিয়ন পরিষদে স্থাপিত সার্ভার রুম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৩০ মার্চ) কিশোরগঞ্জ সফরের পথে উপজেলার ছয়সুতি ও রামদী ইউনিয়ন পরিষদে গিয়ে তিনি এসব পরিদর্শন করেন।

আইসিটি বিভাগের বাস্তবায়িত ইনফো সরকার-৩ প্রকল্প ও কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের আওতায় সার্ভার রুম দুটি স্থাপন করা হয়েছে।

প্রতিমন্ত্রী শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আইসিটি বিষয়ে শিক্ষাদান পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তিনি বিশ্ব জয়ের হাতিয়ার ল্যাপটপের যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রযুক্তি জ্ঞান আহরণ করে আগামী দিনে নতুন নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Tags: