muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আর্জেন্টিনার গ্রুপ সহজ, ব্রাজিলকে দিতে হবে কঠিন পরীক্ষা

সারা বিশ্বে এখন আলোচনায় কাতার বিশ্বকাপ ফুটবলের ড্র। বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক অন্য দলের চেয়ে বেশি। দুই দলের গ্রুপ নিয়ে ইতোমধ্যে বাংলাদেশেও শুরু হয়েছে আলোচনা।

ফুটবলপ্রেমীদের মতে আর্জেন্টিনার গ্রুপ তুলনামূলক সহজ হয়েছে ব্রাজিলের তুলনায়। এই মন্তব্যের সঙ্গে একমত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আর্জেন্টিনার পরের রাউন্ডে যেতে খুব বেশি কষ্ট হবে না। অন্য দিকে ব্রাজিলকে একটু বেশি পরীক্ষা দিতে হবে গ্রুপ পর্বে।’

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ব্রাজিলের সমর্থক। ব্রাজিল কঠিন গ্রুপে পড়লেও তেমন সমস্যা দেখছেন না জামাল, ‘ব্রাজিল বিশ্বকাপে যায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য। চ্যাম্পিয়ন দলকে সবাইকে হারানোর সামর্থ্য ও যোগ্যতা থাকতে হবে। ফলে গ্রুপ পর্ব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

ডেনমার্কের আলো বাতাসে বড় হয়েছেন জামাল। ইউরোপের এই দেশটির প্রতি বিশেষ সমর্থন থাকবে তার, ‘ফ্রান্স অবশ্যই ওই গ্রুপের টপ ফেভারিট। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ডেনমার্ক ফাইট করবে। চমক দিতেও পারে সাবেক ইউরো জয়ী দল।’

বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন নিজ দেশকে নিয়ে ভাবনায়, ‘আমরা নিঃসন্দেহে কঠিন গ্রুপে। জার্মানি ও জাপান উভয়ই পরের রাউন্ডে যাওয়ার দাবিদার। তবে আমার দৃষ্টিতে স্পেন ও জার্মানিই পরের রাউন্ডে খেলবে।’ গ্রুপ ই থেকে এইচ পর্যন্ত প্রতিটি গ্রুপই কঠিন বলে মনে করেন অস্কার, ‘এ থেকে ডি তুলনামূলক সহজ হয়েছে অন্য দিকে ই থেকে এইচ অনেক কঠিন পরীক্ষায়। ব্রাজিল, স্পেন, বেলজিয়াম সবাইকে কঠিন পরীক্ষায় পড়তে হবে গ্রুপ পর্বেই।’

ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের লোক আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোস। তিনি পর্তুগালের গ্রুপে দক্ষিণ কোরিয়াকে বড় করে দেখছেন, ‘দক্ষিণ কোরিয়ার কোচ আগে পর্তুগালে ছিলেন। ফলে এটি অনেক কঠিন লড়াই হবে রোনালদোর জন্য।’

 

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন কে এই প্রেডিকশনের জন্য আরো অপেক্ষা করতে চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘এখনো আট মাসের মতো বাকি। এই সময়ের মধ্যে অনেক দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারে, অনেক দলের ফর্মে উথান-পতন হবে। টুর্নামেন্টের আগে বোঝা যাবে সম্ভাবনা কার কেমন।’

Tags: