muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বাজার মনিটরিংয়ে নামলেন ডিসি-এসপি নিজেই

কিশোরগঞ্জে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মনিটরিং কার্যক্রম জোরদার করেছে প্রশাসন। রবিবার (৩ এপ্রিল) বাজারদর মনিটরিং করতে অভিযানে নামেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

দুপুরে জেলা শহরের বড় বাজারে যান তারা। সেখানে ভোজ্য তেল, ফল, সবজি, মাছ, মাংসসহ নিত্য ভোগ্যপণ্যের বাজার ঘুরে দেখেন।

এসময় দুটি প্রতিষ্ঠানকে ভোজ্য তেল ক্রয় বিক্রয়ের রশিদ প্রদর্শন না করা, মূল্য তালিকা না থাকা এবং মূল্য তালিকা অনুযায়ী বিক্রয় না করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মূল্য তালিকা দোকানের নির্দিষ্ট স্থানে রাখতে, ভোজ্য তেল, মুরগি ও মাংসের দাম বেশি না রাখতে এবং সবজির দাম পাইকারি ও খুচরা বাজারের সাথে সামঞ্জস্য রাখতে একাধিক দোকানিকে সতর্ক করেন তারা।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি শিখা বেগম, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, প্রতি বছর রমজানে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। প্রতিটি বাজারে, প্রতিটি পণ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম উল্লেখ করে মূল্য তালিকা থাকতে হবে ভোক্তা অধিকার আইনে এমন সুস্পষ্ট উল্লেখ রয়েছে।

রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং নিত্যপণ্যের মূল্য কারসাজি ও মজুদদারি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। সেইসঙ্গে কেউ কোনো সিন্ডিকেট তৈরি কিংবা মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Tags: