muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ক্রেতা সেজে জাল স্ট্যাম্প বিক্রেতাকে ধরল র‌্যাব

কিশোরগঞ্জে ক্রেতা সেজে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ রফিকুল ইসলাম (৫০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। রোববার (৩ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের তেরিপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১০ টাকার ১৬ হাজার ২শ’ টি ছোট জাল স্টাম্প, ১০ টাকার ১২০টি বড় জাল স্ট্যাম্প, ১০০ টাকার ২শ’ টি জাল স্ট্যাম্প এবং জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করে জব্দ করা হয়।

আটক হওয়া রফিকুল ইসলাম জেলার কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামের আব্দুল আলীর ছেলে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রফিকুল ইসলাম জালিয়াতি ও প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। চক্রটি জাল স্ট্যাম্প তৈরি করে সেগুলো সারাদেশে ছড়িয়ে দিচ্ছে এবং লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতা পায় র‌্যাব। এরই পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ শহরের তেরিপট্টি এলাকায় র‌্যাবের একটি দল ক্রেতা সেজে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Tags: