মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষায় আগামী শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে সঙ্গে তারা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা দেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে তিনি বলেন, আগামী ২৭ মার্চ হাইকোর্টের কার্যতালিকায় থাকা রাষ্ট্রধর্ম বিষয়ক রিটটি যেন জনস্বার্থে ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করে খারিজ করে দেয়া হয়। এটা নিয়ে যেন কাউকে পানি ঘোলা করে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ করে দেয়া না হয়।
লিখিত বক্তেব্যে তিনি বলেন, এ উপমহাদেশে তথাকথিত ধর্মনিরপেক্ষতার ‘মুখ ও মুখোশের’ অধীক কিছু হয়ে উঠতে পারেনি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ১৯৭১ সালের ১০ এপ্রিল ঘোষিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে ‘ধর্মনিরপেক্ষতা’ ও সমাজতন্ত্রের কোনো উল্লেখ ছিল না।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরী। তিনি বলেন, ৯২ ভাগ মুসলিম নাগরিকের এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে বাধা কোথায়। ইসলাম শান্তির ধর্ম। এ শান্তি শুধু মুসলিমের জন্যে নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার জন্য। এ শান্তি সব জাতির জন্য। সরকারের প্রতি আবেদন জানাবো, ইসলাম বিদ্বেষীদের ফাঁদে পা দেবেন না।
১৯৮৮ সালসহ বিভিন্ন সময় এ ধরনের রিট করা হলেও আদালত খারিজ করে দিয়েছেন। আদালতকে জনগণের ভাষা বুঝতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন- হেফাজতের সিনিয়র নায়েবে আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী, সহ অর্থ সম্পাদক মাওলানা ইছহাক মেহেরী, আ ন ম আহমদ উল্লাহ, মোহাম্মেল হক, মুনির আহমদ, লোকমান হাকিম প্রমুখ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/21-03-2016/মইনুল হোসেন