muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

প্রেমিকার আবদার পূরণে নিখোঁজ হয়েছিলেন তামিম

এক লাখ টাকা মুক্তিপণ দাবিতে নিজের অপহরণ নাটক সাজিয়ে নিখোঁজ হয়েছিলেন কুলিয়ারচরের তামিম মিয়া। অবশেষে পুলিশের হাতে ধরা খেয়ে প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরির আবদার পূরণে এমন নাটক সাজানোর কথা স্বীকার করেছেন তিনি। এ ঘটনা জানাজানির পর সোশ্যাল মিডিয়া ও এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

তামিম কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত মো. মাইন উদ্দিনের ছেলে এবং আফিয়া খাতুন দম্পতির ছেলে।

তামিমের মা মোছা. আফিয়া খাতুন জানান, গত পাঁচ দিন আগে তামিম ঢাকায় জুতার কাজ করবে বলে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর ওই রাতে তার একটি নম্বর থেকে ফোন আসে। বলা হয় আমার ছেলে তামিমকে অপহরণ করা হয়েছে। ওপাশ থেকে একটি মেয়ে এসব কথা বলে। এসময় ছেলেকে জীবিত পেতে দ্রুত এক লাখ টাকা মুক্তিপণ পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ঘটনার পর উপায়ন্তর না পেয়ে কুলিয়ারচর থানার দ্বারস্থ হই। এ ঘটনা জেনে পুলিশ দীর্ঘ তিন দিনের পরিশ্রমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার বিকালে কিশোরগঞ্জ শহর থেকে তামিমকে উদ্ধার করে।

উদ্ধারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তামিম জানায়, প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে তারা দুজনে এ অপহরণের নাটক সাজিয়েছিলেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মায়ের কাছ থেকে অপহরণের অভিযোগ পাওয়ার পরই তথ্য প্রযুক্তির সহায়তা ছেলে তামিমকে উদ্ধার করা হয়েছে। তারপর যুবক ও তার প্রেমিকাকে কাউন্সিলিং করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

 

Tags: