মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- নাগরিক ঐক্যের আহ্বায়ক ও আওয়ামী লীগে সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দে হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।
আদালত আগামী তিন সপ্তাহের মধ্যে সরকারকে কেন জামিন দেয়া হচ্ছে না, তার কারণ দর্শাতে বলেছে। সেনা বাহিনীকে উস্কানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গতবছরের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ গুলশান থানায় মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পুলিশ।
২৪ ফেব্রুয়ারি বনানীর এক আত্মীয়ের বাসা থেকে তাকে সাদা পোশাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বিরুদ্ধে তুলে নেয়ার অভিযোগ করেন স্ত্রী মেহের নিগার। পরের দিন তাকে গ্রেফতারের কথা জানানো হয়।
আদালতে মান্নার পক্ষে শুনানি করেন ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বসির উল্লাহ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/21-03-2016/মইনুল হোসেন