মো. আব্দুল হাকিম চাকরি করেন পুলিশ কনস্টেবল পদে। সম্প্রতি ৪০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন বলে দাবি করেন তিনি। প্রশংসায় ভাসতে থাকেন হাকিম। পরে জানা যায়, তার বিসিএসে উত্তীর্ণ হওয়ার তথ্য ঠিক নয়। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বলেছেন, ‘আব্দুল হাকিম বিসিএসে উত্তীর্ণ হয়েছেন, এ খবর পাওয়ার পর আমরা তাকে খুঁজতে থাকি। কিন্তু, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তিনি বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কি না, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।’
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল হাকিম একসময় ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন। দেড় বছর আগে তিনি ঢাকা রেঞ্জে বদলি হন। তিনি বিসিএসে পাস করার যে দাবি করেছেন, তার পুরোটাই ভুয়া। পুলিশের নীতিনির্ধারণী পর্যায়ে থেকে তাকে দ্রুত খুঁজে বের করে বিষয়টি নিশ্চিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৪০তম বিসিএসের ফল প্রকাশের পর পুলিশের নিম্ন পদে চাকরি করা অবস্থায় স্নাতক পাস করা এবং বিসিএসে উত্তীর্ণ হওয়ার চমকপ্রদ গল্প তুলে ধরেন মো. আব্দুল হাকিম। কষ্টকর চাকরির পাশাপাশি তিনি পড়ালেখার জন্য কতটা নিবেদিত ছিলেন এবং কিভাবে সেই সংগ্রাম চালিয়েছেন, সে গল্প বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন। বিষয়টি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। প্রশংসায় ভাসতে থাকেন আব্দুল হাকিম। বিষয়টি দৃষ্টিগোচর হয় পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরও।