কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার দুপুর সোয়া ২টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভৈরবের আমলাপাড়া বালুর মাঠ সংলগ্ন পাভেল মিয়ার বাড়ির পূর্ব পাশের ৪ নং কক্ষে অভিযান চালিয়ে শাহাদাৎ মিয়া (৩০) নামে একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬৬৭ বোতল ফেনসিডিল, ১০২ কেজি গাঁজা ও নগদ ২৪ হাজার টাকা জব্দ করা হয়। তিনি কমলপুর আমলাপাড়া এলাকার মৃত জজ মিয়ার ছেলে।
অপর অভিযানে আমলাপাড়া বিদ্যুৎ অফিস মোড়স্থ আল আমিন এর বাড়ির পূর্ব পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়া ওরফে বাঘা (৪০) নামে একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় সাড়ে ৫৩ কেজি গাঁজা। তিনি একই এলাকার মৃত জসিম মিয়ার ছেলে।
র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটক দুজন মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।