মুজিববর্ষ উপলক্ষে জেলা পুলিশের সহযোগিতায় নির্মিত উপহার হিসেবে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ১৩টি গৃহহীন হতদরিদ্র পরিবার পেয়েছে জমিসহ ঘর।
রোবববার (১০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারাদেশে ভার্চ্যুয়ালি সরাসরি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর প্রক্রিয়া উদ্বোধন করেন।
একই সময় কিশোরগঞ্জ জেলার প্রতিটি থানায় স্থাপিত পুলিশ, নারী, শিশু, বয়ষ্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ প্রান্তে পুলিশ লাইন্স ড্রিল শেড থেকে অনুষ্ঠানে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ভার্চ্যুয়ালি যুক্ত হন।
জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশের সহযোগিতায় কিশোরগঞ্জের ১৩ থানায় একটি করে ভূমি ও আশ্রয়হীনদের মধ্যে ভূমিসহ ১৩টি ঘরের চাবি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পরপরই হস্তান্তর করা হয়। প্রতিটি ঘর দুই শতক ভূমির উপর নির্মাণ করা হয়েছে, যার মধ্যে দুটি বেড একটি ডাইনিং ও একটি বারান্দা রয়েছে। টিনসেড দালানগুলো দেখতে দৃষ্টিনন্দন।
পরিবেশবান্ধব ও ভূমিকম্প সহনীয় এসব ঘর নির্মাণে প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে বুয়েট।