ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, দুই একটি কেন্দ্র ছাড়া নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচন বর্জন করাকে তাদের ‘ব্যক্তিগত বিষয়’ বলে অভিহিত করেছেন। নির্বাচন পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় রাখেতে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো একদিন মাঠে থাকার নির্দেশ দেন।
মঙ্গলবার ভোট গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমলাপুর, শ্যামপুর ও পুরান ঢাকার সুরিটোলায় গোলযোগের কারণে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
তিনি বলেন, আরো কয়েকটি কেন্দ্রে গোলযোগের কারণে সামান্য সময় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। আইন-শৃঙ্থখলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপের পরে ওইসব কেন্দ্রে আবার ভোট গ্রহণ শুরু হয় এবং সম্পন্নও হয়।
সিইসি বলেন, স্থগিত তিন কেন্দ্রে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট সকল পক্ষকে ধন্যবাদ জানান।
মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ