muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

‘আমার মন খারাপ’ পোস্ট দিলে শাস্তি, খবরটি জঘন্য মিথ্যাচার

ফেসবুকে ‘আমার মন খারাপ’ পোস্ট দিলে শাস্তি হবে— বিষয়টিকে ‘জঘন্য মিথ্যাচার ও অপপ্রচার’ বলে উল্লেখ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার (১৮ এপ্রিল) মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে কথা বলেন।

মোস্তাফা জব্বার লিখেছেন, গত দুদিন ধরে ফেসবুকে একটি দৈনিক পত্রিকার খবর অনুসারে ট্রোল করা হচ্ছে যে ফেসবুকে ‘আমার মন খারাপ’ পোস্ট দিলে শাস্তি হবে। এই খবরটি একটি জঘন্য মিথ্যাচার ও অপপ্রচার। খসড়া নীতিমালায় এমন কোন বাক্য নেই।

 

তিনি আরও লেখেন, যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের জন্য জানাচ্ছি যে, বিটিআরসি একটি নীতিমালার প্রথম খসড়া তৈরি করেছে যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওটিটি প্লাটফর্মে ডিজিটাল অপরাধ প্রতিরোধ করা যায়। এটি উচ্চ আদালতের নির্দেশে করা হয়েছে। এর ওপর মতামত দিতে বলা হয়েছিল। এখন অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এরপর এটি আদালতে পেশ করা হবে এবং আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

‘আমার মন খারাপ’ পোস্ট দিলে শাস্তি হবে- বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ট্রোল। সেই পরিপ্রেক্ষিতেই মন্ত্রী বিষয়টি পরিষ্কার করলেন।

Tags: