muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

হাওড়ে আর সড়ক না তৈরির নির্দেশ

হাওড় এলাকায় নতুন করে আর কোনো সড়ক নির্মাণ না করা যাবে না। প্রয়োজনে উড়াল সড়ক করা যেতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার এক বৈঠক থেকে এই নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

পানির প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল বলেন, হাওড় এলাকায় আগাম বন্যা পরিস্থিতি এবং ধানের ক্ষতির বিষয়টি নিয়ে আজ আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। তখন মন্ত্রিসভায় এই নির্দেশনা দেওয়া হয়েছে যে, হাওড় এলাকায় আর কোনো রাস্তাঘাট করা যাবে না। রাস্তা করতে হলে সবগুলো এলিভেটেড করতে হবে। এ ছাড়া যেসব রাস্তা হয়ে গেছে, সেখানে আধা কিলোমিটার পরপর দেড় শ থেকে দুই শ মিটারের সেতু/কালভার্ট করে দেওয়া যায় কি না, সেটিও দেখতে বলা হয়েছে।

তিনি বলেন, সার্ভে করতে বলা হয়েছে সড়কের কারণে যদি কোথাও পানি আটকে যায়, তাহলে আধা কিলোমিটার বা যৌক্তিক দূরত্বে সেতু করা যায় কি না, সেটা বিবেচনা করতে।

Tags: