muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

যুবরাজ বললেন সাবধান বাংলাদেশ !

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ– কাল বুধবার ব্যাঙ্গালুরুতে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তরুণ ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানিকে হারিয়ে মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশ। আর এই অবস্থায় রীতিমত বাংলাদেশকে হুমকি দিয়ে বসলেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং।

টি-২০ বিশ্বকাপে তার প্রত্যাবর্তনটা কিন্তু বেশ ভালোই হয়েছে। ক্রিকেটের স্বর্গোদ্যানে পাকিস্তানের বিরুদ্ধে তার গোছানো ২৪ রান টিম ইন্ডিয়ার জয়ের ভিতটা বেশ খানিকটা মজবুত করে দিয়েছিল। আপাতত সেই জয়ের আনন্দেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন যুবরাজ সিং। যার জেরে এ বার বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

যুবরাজ বললেন, ‘ছন্দে ফিরে গেছে ভারত। সাবধান বাংলাদেশ।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে দলের আত্মবিশ্বাসে যে জোর ধাক্কাটা লেগেছিল, পাকিস্তানকে হারিয়ে তার অনেকটাই উদ্ধার করতে পেরে বেজায় খুশি ৩৫ বছরের এই ক্রিকেটার।

আপাতত, পরের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে খুব একটা পাত্তা দিতে নারাজ ২০০৭ সালের বিশ্বকাপজয়ী ভারত দলের অন্যতম প্রধান অস্ত্র।

উল্লেখ্য, প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে জিতেছে ধোনি বাহিনী। আর বাংলাদেশ দুই ম্যাচেই হেরেছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/22-03-2016/মইনুল হোসেন

Tags: