muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শিল্প কারখানায় গ্যাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

শিল্প কারখানাগুলোতে দিনে চার ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে পেট্রোবাংলা। কারখানায় বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকরের ১০ দিনের মাথায় তা প্রত্যাহার করা হলো।

আজ বৃহস্পতিবার পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে গত ১১ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, ১২ এপ্রিল থেকে ১৫ দিনের জন্য শিল্প কারখানাগুলোতে প্রতিদিন চার ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয় পেট্রোবাংলা।

গ্যাস সরবরাহ নির্বিঘ্ন রাখতে নানা পদক্ষেপের মধ্যে এরও আগে গত ৩০ মার্চ বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা দেশের সব সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সিদ্ধান্ত অমান্যকারী সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পেট্রোবাংলা।

Tags: