muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের খবর গুজব : প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রশ্ন ফাঁসের কোনো খবর পায়নি, যা শোনা যাচ্ছে তা গুজব। আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কেউ যদি প্রশ্ন ফাঁসের খবর পান তাহলে আমাদেরকে জানান।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাাযোগে প্রশ্ন ফাঁসোর বিষয়টি সম্পূর্ণ গুজব। এধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত আমরা পায়নি। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন। আমরা আইনি পদক্ষেপ নিবো।

এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার নানাামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এতো বিরাট সংখ্যক শিক্ষক নিয়োগ এর মধ্যে একটি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তিন ধাপে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরীক্ষা শুরু হয় আজ। আর দ্বিতীয় ধাপে ২০ মে ও তৃতীয় ধাপে ৩ জুন পরীক্ষা হবে।

Tags: