কিশোরগঞ্জের তাড়াইলে ৬৮১ বস্তা সরকারি প্রকল্পের চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার দঁড়ি জাহাঙ্গীরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যবসায়ী আবুল কাশেম খান (৫৮) পাইতপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীর গোডাউন থেকে ৬৮১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কাশেম খান অধিক লাভের আশায় অসৎভাবে চালগুলো ক্রয় করেছে বলে স্বীকার করে।
এ ঘটনায় তাড়াইল থানায় একটি মামলা রুজুর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।