বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর বিধিনিষেধ থাকার পর আবার বিশ্ব জুড়ে পরিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সকালে ঈদের জামাতের মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু হয়েছে।
গত চারটি ঈদে রাজধানীতে উৎসবের আমেজ সেভাবে চোখে পড়েনি। কিন্তু এবার উৎসবের চিরচেনা রুপে ফিরেছে রাজধানী। মঙ্গলবার ঈদুল ফিতরের দিন সকালে বৃষ্টির বাগড়া থাকলেও বিকেলে রাজধানীর পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে যথেষ্ট লোকসমাগম হয়েছে।
রমনা পার্কে দুই শিশু সন্তানকে নিয়ে ঘুরতে আসা গৃহিনী আরিফা খান বলেন, করোনার কারণে গত ৪টা ঈদ বাচ্চারা ঘরবন্দি কাটিয়েছে। এবার করোনার প্রকোপ কমে আসায় বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে আসতে পেরেছি। বাচ্চারা মুক্ত পরিবেশে ঘুরতে পেরে অনেক খুশি।
একইভাবে চন্দ্রিমা উদ্যানে কথা হয় পাপিয়া সরকার ও রোমেল খানের সঙ্গে। এই দম্পতিও একই কথা জানালেন। বিশেষ কারণে এবার গ্রামে ঈদ করতে যাওয়া হয়নি। তবে বাইরে বের হতে পেরে ভালো লাগছে। ফাকা রাজধানীতে যানজটহীন চলাফেরা করতে পারাটাও যেন বড় পাওয়া।
রাজধানীর রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, ধানমন্ডি রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ব্যাপক লোকসমাগম দেখা গেছে।
অন্যদিকে বিকাল গড়াতেই রাজধানীবাসীর ঈদ উৎযাপনের কেন্দ্রস্থলে পরিণত হয় হাতিরঝিল। বিশাল আয়তনের এই শ্যামল অঞ্চলের পরতে পরতে এখন নাগরিকদের পদচারণা। বিশেষ করে শিশু-কিশোরদের উচ্ছলতাই সেখানে বেশি চোখে পড়েছে।
এদিকে এবার ঈদের জামাত শুধুমাত্র মসজিদের ভেতরে সীমাবদ্ধ থাকেনি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগের মতোই খোলা ময়দানে ঈদের জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। দুই বছর পরে ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত হয়েছে।
বৈরি আবহাওয়ার মধ্যেও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে অংশ নিয়েছেন লক্ষাধিক মানুষ। গত দুই বছর এখানে জামাত হয়নি।
ফিরেছে কোলাকুলির সেই চিরচেনা দৃশ্য। করোনাভাইরাসের কারণে ঈদের নামাজের পর কোলাকুলি করার সামাজিক প্রথা দেখা যায়নি। কিন্তু মহামারীর প্রকোপ কমে আসায় এবার আবার সেই দৃশ্য ফিরে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন করোনাভাইরাসের শনাক্তের হার ০.৪০ শতাংশ। গতকাল শনাক্ত হয়েছিল ১০ জন।
ঢাকাসহ সারাদেশে আগে থেকেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল। ঢাকায় যদিও ১০টার দিকে ঈদের জামাত হয়েছে, কিন্তু ময়মনসিংহ, নোয়াখালী, বরিশালের অনেক স্থানে বৃষ্টির কারণে ঈদের জামাত দেরিতে হয়েছে।