দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের বিদেশ যাওয়ায় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আজ দুপুর সোয়া ১২টার দিকে হাজি সেলিম থাইল্যান্ড থেকে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (হাজি সেলিম) ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন, আবার ফিরেও এসেছেন। আইনগতভাবে যতটুকু প্রশ্ন আসে, হাইকোর্ট থেকে তার যে এটা (রায়) করেছিলেন, সেগুলো তিনি সামনে রেখে গিয়েছেন।’
এর আগে গত শনিবার সন্ধ্যায় থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন হাজি সেলিম। আদালতের দেওয়া দণ্ড মাথায় নিয়ে দেশ ছাড়ায় বিতর্ক শুরু হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই মামলায় আওয়ামী লীগের এই এমপির ঈদের পর বিচারিক আদালতে আত্মসমর্পণের কথা রয়েছে।
তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে বলেন, সাজাপ্রাপ্ত হাজী সেলিমের বিদেশ যাওয়ার আইনি কোনো সুযোগ নেই।