muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

কমলাপুর স্টেশনে কনটেইনার ডিপোতে আগুন

কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি কনটেইনারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

আজ শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে আগুন লেগেছে। খবর পেয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও তিনটি ইউনিট যোগ হয়ে একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Tags: