শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে খেলবেন সাকিব আল হাসান। এমনটি নিশ্চিত করেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
শনিবার সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে। হ্যাঁ, তিনি খেলবেন।’
এর আগে করোনামুক্ত হয়ে আজই অনুশীলনের জন্য মাঠে ফেরেন সাকিব।শনিবার এদিন সকালে চট্টগ্রামের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের সঙ্গে যোগ দেন বিশ্বসেরা অলরাউন্ডার।
মাঠে এসে সাকিব টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা বলেন। পরে ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স ও হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গেও আলাপ করেন। এরপর ব্যাটিং অনুশীলন করেন তিনি।
আগামী ১৫ মে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামে শুরু হবে।