muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

হোসেনপুরে প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ক কর্মশালা

ওমর ফারুক খান জনি,
হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি : হোসেনপুর উপজেলায় প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ের ওপর একটি কর্মশালা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক শুক্রবার উপজেলা সিভিল স্বাস্থ্য কমপ্লেক্স  হল রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন হোসেনপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন উপজেলা প্রতিনিধি মিছবাহ উদ্দিন মানিক । এতে অংশ নেন ও আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার  ( ইউএইচসি) ডা. মো. তানভীর হাসান, দৈনিক সমকাল ও মোহনা টিভির প্রতিনিধি উজ্বল কুমার সরকার,দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি ওমর ফারুক খান জনি। এ সময় বিভিন্ন স্বাস্থ্য কর্মী, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তাগণ বলেন, প্রতিটি পরিবারেই প্রবীণ সদস্যগণ অবহেলিত। খাবার ও স্বাস্থ্য সম্পর্কে তাদেরকে অবহেলা প্রদর্শন করা হয়। অনেকে অসুস্থ হলে ও চিকিৎসা করাতে চান না। এর ফলে প্রবীণদের প্রতি যেমন চরম অবজ্ঞা প্রদর্শিত হয়, সমাজেও একটা নেতিবাচক বাজে দৃষ্টান্ত তৈরি হয়। পরবর্তী জীবনে পরিবারের বর্তমান সক্ষম সদস্যদেরও এরকম পরিস্থিতিতে পড়তে হতে পারে। ফলে পরিবার ও সমাজের মানুষদের মানসিকতার পরিবর্তন সাধনের মাধ্যমে প্রবীণদের প্রতি সবাইকে কর্তব্যপরায়ণ করে তুলতে পারলেই সমাজে মানবিকতা প্রতিষ্ঠা পাবে। এক সময় প্রবীণরা পরিবার ও সমাজকে অনেক কিছু দিয়ে গেছেন। তাদের অবদানেই প্রতিটি পরিবার ও সমাজ এগিয়েছে। কাজেই তাদেকে বৃদ্বাশ্রমে না পাটিয়ে তাদের প্রতি  যথাযথ সম্মান ও কর্তব্য প্রদর্শন করা সকলের উচিত।

Tags: