মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ গত ১৬/০৩/২০১৬ইং তারিখে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা অছম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে বখাটের আঘাতে গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্রী স্মৃতি আক্তারের চিকিৎসা সহায়তার জন্য কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মামুন আল মাসুদ খান।
হতদরিদ্র মেধাবী এই শিক্ষার্থীর ভবিষ্যৎ পড়াশুনা ধরে রাখার জন্য এ অর্থ প্রদান করা হয়।
এসময় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আরজু মিয়া, চৌদ্দশত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও নব নির্বাচিত চেয়ারম্যান এবি সিদ্দিক খোকা, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সোহরাব উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আনোয়ার উদ্দীন। এসময় স্কুলের উন্নয়নে আরো ১ লক্ষ টাকার নগদ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৮/১০/২০১৫ ইং তারিখে স্কুলে আসার সময় স্থানীয় বখাটের আঘাতে গুরুতর আহত হয় বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী স্মৃতি আক্তার।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৫-০৩-২০১৬ইং/মইনুল