muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ঘুষ নেওয়ায় ডিএমপির দুই এসআই বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর শেরে বাংলা নগর থানার দুই উপপরিদর্শককে (এসআই) সাময়িকভাবে বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন এসআই দেবাশীষ ও এসআই শফিয়ার।

আজ শনিবার রাতে তাদের বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, শুক্রবার (২৫ মার্চ) রাতে একটা ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে ৪৫টি পাসপোর্টসহ থানায় নিয়ে আসে এসআই দেবাশীষ ও শফিয়ার।

তিনজনকে ছেড়ে দেয়ার বিনিময়ে তিনলাখ টাকা ঘুষ দাবি করেন তারা। পরে সত্তর হাজার টাকা নিয়ে রাতেই ওই তিনজনকে ছেড়ে দেয়া হয়, তবে আটকে রাখা হয় পাসপোর্টগুলো। শর্ত ছিলো তিন লাখ টাকা পুরো দিলে ফেরত দেয়া হবে পাসপোর্টগুলো। বিষয়টি ডিসি বিপ্লব কুমার সরকারের দৃষ্টিগোচর হলে তিনি নিজেই এ ব্যাপারে তদন্ত করেন। তদন্তে ঘুষ গ্রহণের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে দুই এসআইকে সাময়িকভাবে বরখাস্ত করেন তিনি।

Tags: