muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

৪৬তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম আজ দেশের ৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ সংবর্ধনায় যোগ দেন।
বীর মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের পরিবারের সদস্যরা স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনায় যোগ দেন।
মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, প্রধান নির্বাচন কমিশনার, প্রতিমন্ত্রীগণ, সুপ্রীম কোর্টের বিচারকগণ, মন্ত্রিসভা সচিব, সিনিয়র আইনজীবি, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদকবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পীবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি কেক কাটেন। তারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আবদুল হামিদ ও শেখ হাসিনা আহত মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নেন এবং তাদের কল্যাণে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফকির আলমগীর ও বাপ্পা মজুমদার অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

Tags: