muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

গোপন কক্ষের ‘ডাকাত’ ইভিএমের বড় চ্যালেঞ্জ

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে গোপন কক্ষের ডাকাত-সন্ত্রাসী দাঁড়িয়ে থাকাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ইসি আহসান হাবীব খান বলেন, ‘ইভিএমের মধ্যে কোনো চ্যালেঞ্জ আমি দেখি না। চ্যালেঞ্জ একটাই। একটা ডাকাত-সন্ত্রাসী গোপন কক্ষে একজন করে দাঁড়িয়ে থাকে- আপনার ভোট হয়ে, গেছে চলে যান। সেটি একটি চ্যালেঞ্জ।’

তবে এমনটি হবে না আশাবাদ ব্যক্ত করে আহসান হাবীব খান বলেন, ‘সিসি ক্যামেরা থাকবে, সাংবাদিকদের অ্যালাও করা হবে। ভেতরে ঢোকেন, ছবি দেন, সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেওয়া হবে।’

নির্বাচন কমিশনের ওপর কোনো মহলের চাপ নেই দাবি করে তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ স্বাধীন। দুর্বলতা নেই। কোনো চাপ নেই। স্বাধীনভাবে কাজ করব দেখবেন। আমি কথা কম বলতে চাই।’

ইভিএমে আঙুলের ছাপ না মিললে বা আঙুল কেটে গেলে প্রিসাইডিং অফিসারের হাতে ১ শতাংশ ক্ষমতা রয়েছে জানিয়ে এ নির্বাচন কমিশসার বলেন, ‘প্র‍য়োজনে ভিডিও কল দিয়ে দেখা হবে এ রকম কয়জন রয়েছে। যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে।’

Tags: