কিশোরগঞ্জে ২৬টি অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (৩০ মে) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন উপজেলায় অনুমোদনের বৈধ কাগজপত্র না থাকা এসব ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও সিলগালা করা হয়।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরে সিভিল সার্জনের নেতৃত্বে ও বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের বৈধ কাগজপত্র না থাকায় ২৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
এর মধ্যে জেলা সদরে পাঁচটি, ভৈরবে পাঁচটি, কুলিয়ারচরে তিনটি, বাজিতপুরে তিনটি, করিমগঞ্জে দুটি, কটিয়াদিতে তিনটি, পাকুন্দিয়ায় একটি ও তাড়াইল উপজেলায় চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
বাকি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।