র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, নাট্যকর্মী ও মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতারের মাধ্যমে শিগগিরই রহস্য উন্মোচন করা হবে।
শনিবার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিভিন্ন বিষয় জানতে তনুর বাবা-মার সঙ্গে কথা বলা হয়েছে বলে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন
রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়াটারের অনুষ্ঠানে তিনি বলেন, র্যাব ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। র্যাব এ ধরনের অনেক চাঞ্চল্যকর ঘটনার তদন্ত করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে ঘটনা ঘটেছে- তার রহস্য উন্মোচন করেছে। তনুর ব্যাপারেও তেমন কিছু হবে। আশা করছেন, শিগগির খুনিরা গ্রেফতার হবে। এ সময় র্যাবের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগী জাহানের লাশ পাওয়া যায়।এ ঘটনার পর সারাদেশে তোলপাড় শুরু হয়। নিহত শিক্ষার্থীর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেছেন।