মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ-
ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে পুলিশ আইন ২০০৬-এর ৪ বিধিমালা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আগামী এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি সাহিদুল হকের বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার অনিক আর হক এবং রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ বিষয়ে অনিক বলেন, ‘যেহেতু আইনটি কেন অবৈধ নয় মর্মে রুল জারি হয়েছে তাই ভাড়াটিয়াদের তথ্য নেয়াটাও অবৈধ হবে।’গত ২২ মার্চ এ বিষয়ে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, এস এম এনামুল হক ও অমিত দাসগুপ্ত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/28-03-2016/মইনুল হোসেন