muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

নেইমারের গোলে ব্রাজিলের জয়

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল। দলের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোল আদায় করে নেন নেইমার।

সোমবার জাপানের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে ব্রাজিল ম্যাচ জুড়ে ২১টি শট নেয়। গোলমুখে ৫টি শট নিলেও কোনো গোল আদায় করে নিতে পারেনি দলটি।

অবশেষে খেলার ৭৭তম মিনিটে স্পট কিক থেকে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন নেইমার।

এর আগে অবশ্য দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ গোলের দাপুটে জয় পেয়েছিল ব্রাজিল। সে ম্যাচে নেইমার পেনাল্টি থেকে জোড়া গোল করেছিলেন।

Tags: