muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

কিশোরগঞ্জ সদর উপজেলার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে শুরু হলো সাত দিনের সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প। সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।

প্রশিক্ষণে কিশোরগঞ্জ জেলার ৬টি স্কুলের প্রতিভাবান ১৫ জন বালক এবং ১৫ জন বালিকা অংশ নিচ্ছে। কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: আব্দুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ রেলওয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন আরা আহমেদ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Tags: