আশরাফ আলী,স্টাফ রিপোর্টারঃ ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থী ১৫৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উল্লেখ্য, গত পৌরসভা নির্বাচনে কিশোরগঞ্জ জেলার কয়েকটি স্থানে ভোট জালিয়াতি, কারচুপির অভিযোগের প্রেক্ষিতে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুরু থেকেই জেলা প্রশাসন কঠোর অবস্থান নেয়। সে প্রেক্ষিতে ২২ মার্চ ২০১৬ তারিখ সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৩০ প্রার্থীকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এবার নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে দেয়াল, গাছ, বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ইত্যাদি অপরাধের কারণে বাজিতপুর ও কটিয়াদি উপজেলার ১৫৪ জন প্রার্থীকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। বাজিতপুর উপজেলার ১০৩ এবং কটিয়াদি উপজেলার ৫১ জন প্রার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট সাত লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল। এ সময় তার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ উপস্থিত ছিলেন।