গত রবিবার সকালে ভৈরব বাজার মেঘনা নদীতে আকস্মিক ভাঙ্গনে ২টি রাইছ মিলের ৩টি ঘর সহ ২ জন শ্রমিক শরিফ ও মোস্তাক পানিতে তলিয়ে যায়। গতকাল বেলা ১২টার দিকে স্থানীয় ডুবুরীদল ঘটনাস্থল থেকে ৪ কন্যা সন্তানের জনক ধান ভাঙ্গার মেশিন শ্রমিক শরিফ এর লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। শরিফের লাশ পরিবারের লোকজন নিজ এলাকা হবিগঞ্জ জেলার লাখাই এলাকায় দাফন করবে বলে জানায়।
গতকাল বিকাল পযর্ন্ত নিখোঁজ মোস্তাক এর সন্ধান পাওয়া যায়নি, আজ বুধবার ডুবুরীদল মোস্তাক এর লাশ উদ্ধারের চেষ্টা করবে বলে জানায়।
উল্লেখ্য, গত রবিবার ঘটনার পর ভৈরব নৌ ফায়ার ষ্টেশনের ২ জন এবং কিশোরগঞ্জ থেকে ১ জন ডুবুরী দিন ব্যাপী চেষ্টা করেও তাদের খোঁজ পায়নি। ঐ দিনই উদ্ধার অভিযান তারা শেষ করে। নিহতদের পরিবারের লোকজন স্থানীয় ডুবুরী দলকে কাজে লাগায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পযর্ন্ত ভৈরব বাজার মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদ সীমার ৭৪ সে.মি. নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।