muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বাড়ছে ডেঙ্গু রোগী!

রাজধানীসহ দে‌শের বিভিন্ন অঞ্চ‌লে বাড়ছে ডেঙ্গু আক্রা‌ন্তের সংখ্যা। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৮ জন। এর মধ্যে একজন মারা গে‌ছেন।

সোমবার (২৭ জুন) রা‌তে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতি‌বেদ‌নে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমা‌নে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১১৪ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৫ জন।

এছাড়া, ঢাকার বাইরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, এ বছরের জানুয়ারি মাসে ১২৬ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরপর তিন মাসে সারা দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল মাত্র ৬৩ জন। তবে গত মাসে সারা দেশে ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি মাস জুনের ১ তারিখ থেকে সোমবার (২৭ জুন) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১৭ জন।

স্বাস্থ্য বি‌শেষজ্ঞ‌দের ম‌তে, বর্তমান সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তবে ঢাকার দুই সিটি করপোরেশনে য‌থেষ্ট প‌রিমা‌নে ডেঙ্গুর কীটনাশক মজুত রয়েছে ব‌লেও দুই সিটি কর‌পো‌রেশন সূ‌ত্র জানায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার জানান, রাজধানীর যে জায়গাগুলোতে এডিস মশার ঘনত্ব ২০-এর ওপরে, সাধারণত সেই জায়গাগুলোতে প্রতিরোধ ব্যবস্থা নিয়ে থাকে স্বাস্থ্য অধিদপ্তর। তাই সেসব জায়গা চি‌হিৃত ক‌রে স্বাস্থ্য অধিদপ্তরের দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ভূ‌মিকা নেওয়া উচিৎ।

Tags: