কিশোরগঞ্জের ভৈরবে ছাত্রলীগের নেতাকর্মীদের বহনকারী ট্রলারে ডাকাতির ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শহীদকে (৩৮) গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
সোমবার (০১ আগস্ট) উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শহীদ উপজেলার আগানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয় ও নৌ-পুলিশ সূত্র জানায়, রোববার ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ভৈরব থেকে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের ১৪ সদস্যের একটি পর্যটক দল জেলার নিকলী হাওরে ঘুরতে যান।
ফেরার পথে সন্ধ্যা পৌনে ৭টার টার দিকে ভৈরব উপজেলার লুন্দিয়া খলাপাড়া এলাকায় পৌঁছালে ডাকাতদলের কবলে পড়েন তারা। ডাকাত দলটি অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ১২টি ফোন ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পরে এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভৈরব পৌরসভার জগন্নাথপুর এলাকার মাকসুদ হাসান নামে এক ব্যক্তি ভৈরব নৌ-পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন। এরপর সোমবার দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে নিজ বাড়ি থেকে মামলার আসামি ইউপি সদস্য মো. শহীদকে গ্রেফতার করে ভৈরব নৌ-পুলিশ।
ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুর রহমান মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, ট্রলারে ডাকাতির ঘটনায় করা মামলার আসামি ইউপি সদস্য মো. শহীদকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।