কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কলার ছড়ি কাটা নিয়ে দ্বন্দ্বে নাসির উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ আগষ্ট) সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন মান্দারকান্দি গ্রামের আব্দুল করিম মঙ্গলের ছেলে। অভিযুক্ত চাচাত ভাই স্বপন একই গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাসির উদ্দিনের সাথে জমি নিয়ে তার চাচাত ভাই স্বপনের বিরোধ চলছিল। আজ সকালে বিরোধপূর্ণ জমির কলাগাছ থেকে কলার ছড়ি পারা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে নাসির উদ্দিনকে দা দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।