muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আবারও বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- আবারও বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। এমনই ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ মঙ্গলবার সচিবালয়ে তার নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, ‘আমরা ফার্নেস ওয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি। দামটা কত নামবে সেটা এখনও ঠিক করিনি। পরিপত্র জারি হওয়ার জন্য সে ব্যবস্থা নিচ্ছি। ক্যালকুলেশন (হিসাব) হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি আমরা চূড়ান্ত করতে পারব।’

‘ফার্নেস ওয়েল ব্যবহৃত হয় বিদ্যুৎ, শিল্প কারখানায় ও আমাদের জাহাজেও। আমরা নিশ্চিত যে এটার দাম কমছে,’ বলেন তিনি। সরকার এখন প্রতি লিটার ফার্নেস ওয়েলে লাভ করছে ৩০ টাকা। আন্তর্জাতিক বাজারে প্রতি লিটার ফার্নেস ওয়েলের দাম ৩০ টাকার মতো, সরকার দাম নিচ্ছে ৬০ টাকা।

বাকি জ্বালানি তেলের (ডিজেল, পেট্রল) দাম কমানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘তবে সেগুলোর ব্যাপারে আমাদের যাচাই-বাছাই চলছে। সেগুলোর মূল্য কাঠামো ও বিপিসির (বাংলাদেশ প্রেট্রোলিয়াম করপোরেশন) অবস্থান দেখছি আমরা। বিপিসির এখনও বেশকিছু দেনা রয়ে গেছে।’

‘দাম কমালে ফার্নেস ওয়েলে যে কয়টি সরকারি বিদ্যুৎকেন্দ্র আছে সেখানে সরকারের ভর্তুকি কিছুটা কমে আসবে। সেই টাকাটা আমরা বিনিয়োগের দিতে পারব,’ বললেন প্রতিমন্ত্রী।

বিপিসির লোকসান কাটিয়ে উঠতে আরও কত সময় লাগবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এখন যে তেলের মূল্য আছে তা বজায় থাকলে আগামী তিন বছর লাগবে সম্পূর্ণ লোকসান পোষাতে।’

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/29-03-2016/মইনুল হোসেন

Tags: