muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জের হাওরে হঠাৎ জলস্তম্ভ!

কিশোরগঞ্জের হাওরে হঠাৎ দেখা মিলেছে টর্নেডো বা জলস্তম্ভের। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে ইটনা উপজেলার অলওয়েদার সড়কের ছিলনী ব্রিজ থেকে দক্ষিণ-পূর্ব দিকের হাওরে এ টর্নেডো দেখতে পান স্থানীয়রা।

জানা গেছে, জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি টর্নেডোর ফলে এটি সৃষ্টি হয়। জলভাগের ওপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রবল বেগে ঘূর্ণমান বায়ুর টানে জলভাগের জল টর্নেডোর কেন্দ্র বরাবর স্তম্ভাকারে ঘুরন্ত অবস্থায় ওপরে উত্থিত হয়। একে জলস্তম্ভ বলে। তবে গ্রামাঞ্চলে এটি ‘মেঘশূর’ নামে পরিচিত।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার বলেন, আমি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এগুলো ভূমি সমকক্ষের তুলনায় দুর্বল, তবে মেসোসাইক্লোন দ্বারা তৈরি জলস্তম্ভ শক্তিশালী হয়ে থাকে। টর্নেডোর সঙ্গে জলস্তম্ভের মৌলিক পার্থক্য উপাদানে। টর্নেডোতে থাকে বায়ু আর জলস্তম্ভে থাকে পানি।

Tags: