কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমির মারা গ্রামে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জমি সংক্রান্ত জের ধরে কুমিরমারা গ্রামের হাজেরা বাড়ি ও তিতির বাড়ির মধ্যে কয়েকদিন ধরে নানা বিষয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। প্রায় ৭ দিন আগে হাজেরা বাড়ির ছাত্তার মিয়া ও তিতির বাড়ির মধু মিয়ার সঙ্গে একটি জমি নিয়ে বিরোধ হয়। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এদিকে হঠাৎ করে বুধবার রাতে হাজেরা বাড়ির ছাত্তার মিয়াসহ তার লোকজন তিতির বাড়ির মধু মিয়ার বাড়ির লোকজনদের ওপর হামলা চালায়। এ সময় অগ্নিসংযোগে তিতির বাড়ির একটি বসতঘর পুড়ে যায় ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই সঙ্গে এ হামলায় দুই গ্রুপের প্রায় ৩০ জন আহত হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে রাতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।