muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বাংলাদেশের জাতীয় পতাকা বিশ্বের মধ্যে সবচেয়ে অর্থবহ পতাকা (ভিডিও)

পতাকা শুধুই এক টুকরো কাপড় নয়, এটি স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক। একটি দেশ তথা রাষ্ট্রের পরিচয় বহন করে এই পতাকা। সব স্বাধীন দেশের পতাকা নির্ধারণের নেপথ্যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আত্মত্যাগের বীরত্ব কাহিনী কমবেশি জড়িত। কোন দেশের পতাকার নেপথ্য গল্প কতটা অর্থবহ সেটার ওপর ভিত্তি করে শীর্ষ দশ দেশের একটি তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওই তালিকায় শীর্ষে আছে আমাদের লালসবুজের পতাকা।

বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি তারুণ্যের প্রতীক। বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রক্তের প্রতীক। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে অনুমোদন দেন। এই পতাকার ইতিহাসের সঙ্গে মুক্তিযুদ্ধ জড়িয়ে আছে বলেই, এর প্রতি আমাদের আবেগটাও অন্যরকম। এসব কারণেই বিশ্বের সবচেয়ে অর্থবহ পতাকার তালিকায় ঠাঁই পেয়েছেলালসবুজএর পতাকাটি।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলঃ MKN Bangla

ভিডিও দেখতে ক্লিক করুনঃ

বিশ্বের সবচেয়ে অর্থবহ পতাকা বাংলাদেশের | The Most Meaningful Flag in the World is Bangladesh

Tags: