শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, বিদ্যুৎ সাশ্রয়ে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে পাঁচদিন ক্লাস নেওয়া হবে। এ জন্য এমনভাবে ক্লাস পুনর্বিন্যাস করা হবে যাতে শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। আর শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুষিয়ে নিতে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
আজ সোমবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আশা করছি- আগামী মাস থেকে লোডশেডিং হয়তোে আর থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিআইবি পুলিশ সুপার রেজওয়ানা নূর, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ।