muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে ১৩ বছর বয়সী এক কিশোরী রক্ষা পেয়েছে। বাল্যবিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান চলার সময় সোমবার (১৫ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন অর-রশীদ উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম খালেরপাড় এলাকায় বর ও কনের বাড়িতে গিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করে দেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে মোট ১৫ হাজার টাকা তিনি জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম খালেরপাড় এলাকার বাল্যবিয়ের বর ও কনের বাড়িতে সোমবার (১৫ আগস্ট) গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। স্থানীয়রা এ খবর উপজেলা প্রশাসনকে জানান।

খবর পেয়ে দ্রুত গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন অর-রশীদ। এ সময় বর ও কনের পরিবার গাঢাকা দেয়।

পরবর্তীতে তাদের উপস্থিত করে তিনি বাল্যবিয়ের কুফল ও সরকারের বিধি বিধান বিষয়ে মেয়ে ও ছেলের পরিবারকে অবগত করে কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দেন।

এসময় মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা ও ছেলের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags: