কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে ১৩ বছর বয়সী এক কিশোরী রক্ষা পেয়েছে। বাল্যবিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান চলার সময় সোমবার (১৫ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন অর-রশীদ উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম খালেরপাড় এলাকায় বর ও কনের বাড়িতে গিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করে দেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে মোট ১৫ হাজার টাকা তিনি জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম খালেরপাড় এলাকার বাল্যবিয়ের বর ও কনের বাড়িতে সোমবার (১৫ আগস্ট) গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। স্থানীয়রা এ খবর উপজেলা প্রশাসনকে জানান।
খবর পেয়ে দ্রুত গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন অর-রশীদ। এ সময় বর ও কনের পরিবার গাঢাকা দেয়।
পরবর্তীতে তাদের উপস্থিত করে তিনি বাল্যবিয়ের কুফল ও সরকারের বিধি বিধান বিষয়ে মেয়ে ও ছেলের পরিবারকে অবগত করে কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দেন।
এসময় মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা ও ছেলের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।