muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের মানবাধিকার প্রধান

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট।

আজ মঙ্গলবার সকালে উখিয়ার মধুরছড়া ৪ নম্বর শিবিরে রোহিঙ্গা নারীদের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে ব্যাচেলেট বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

শিবিরে রোহিঙ্গাদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখভাল করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ক্যাম্প-২০-এ আইওএম পরিচালিত সাইট ডেভেলপমেন্ট হাবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ব্যাচেলেট।

এনজিও সংস্থার পরিচালনায় থাকা লার্নিং সেন্টার পরিদর্শন করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান। সেখানে বেশ কয়েকজন রোহিঙ্গা শিক্ষার্থী ও মিয়ানমারে নির্যাতনের শিকার বেশ কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন আরআরআরসি’র কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

এর আগে গতকাল সোমবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান।

Tags: