একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আবেদন (রিভিউ) আগামী ৩ এপ্রিল আদালতের কার্যতালিকায় আসবে।
নিজামীর রিভিউ দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ বুধবার চেম্বার আদালতে আবেদন করলে বিচারপতি মির্জা হোসেইন হায়দার এই দিন ধার্য করেন।
চেম্বারে প্রাথমিক শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল বলেন, ‘৩ এপ্রিল বিষয়টি নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় আসবে।’মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য মঙ্গলবার আবেদন করেছিলেনন নিজামী।
নিজামীর রিভিউ না টিকলে সর্বশেষ আইনি সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইতে পারবেন। প্রাণভিক্ষা নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।
এর আগে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালের এই রায় বাতিল ও তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। এরপর গত ৬ জানুয়ারি আপিলেও নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/30-03-2016/মইনুল হোসেন