muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন কিশোরগঞ্জের নতুন এসপি

জেলার সার্বিক আইনশৃংখলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাশেল শেখ। শনিবার (২০ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় সভায় তিনি এ সহযোগিতা চান।

পুলিশ সুপার বলেন, কিশোরগঞ্জ দেশের একটি অন্যতম বৃহত্তম ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি জেলা। এখানে কাজ করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ছাড়া জেলা আইনশৃংখলা রক্ষা করা কঠিন হয়েছে পড়বে। তাই সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোরগ্যাং নির্মূলসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সংবাদকর্মীদের আন্তরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। এ সময় সাংবাদিকরা পেশাগত কাজে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।

থানায় জিডি/মামলা করতে কোন টাকা লাগবে না উল্লেখ করে তিনি বলেন বলেন, পুলিশের কোন কার্যক্রম যদি বিধিসম্মত নয় মনে হলে শৃঙ্খলা রক্ষার জন্য কোন আপস হবে না। পুলিশ তার দায়িত্ব অনুযায়ী কাজ করবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাতে বিদায়ী পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মাশরুকুর রহমান খালেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ রাসেল শেখ। ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ রাসেল শেখের নিজ জেলা মুন্সীগঞ্জ। নরসিংদী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০২১ সালের ২ মে পুলিশ সুপার পদে পদোন্নতি পান তিনি।

এর আগে তিনি ২০১৬ সালের ১৮ জুলাই থেকে ২০২১ সালের ২৮ এপ্রিল পর্যন্ত গাজীপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

Tags: