muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দুপুরে কারাগারে পাঠানোর পর, বিকেলেই জামিনে মুক্ত ফখরুল

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ-দুপুরে কারাগারে পাঠানোর পর, বিকেলেই জামিন পেয়েছিলেন বিএনপির নতুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তার আগেই নিয়ে যাওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফখরুলকে। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় মুক্তি পান তিনি। ৩ ঘন্টা কারাগারে থাকতে ফখরুলকে।

এরপর এজলাস থেকে ফখরুলকে নেওয়া হয় কোর্ট হাজতখানায়। সেখান থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতির মধ্যেই ফের জামিনের জন্য উদ্যোগী হন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেজবাহ। অসুস্থতার কারণ দেখিয়ে ফখরুলের জামিন নাকচের আদেশ পুনর্বিবেচনার আবেদন জানান তারা। পরে শুনানি শেষে বিএনপির নতুন ফখরুলকে জামিন দেন আদালত।

এর আগে বুধবার সকালে এই নেতাকে মহাসচিব হিসেবে ঘোষণা দেয় বিএনপি। মহাসচিব হিসেবে মনোনীত হবার পর দুপুরে মির্জা ফখরুল পল্টন থানায় দায়ের করা নাশকতার ২ মামলায় জামিন নিতে যান ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে। আদালত পল্টন থানায় দায়ের করা নাশকতার ২ মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/30-03-2016/মইনুল হোসেন

Tags: